উদয়ন তিলোত্তমা আবাসন প্রকল্পের কাজের উদ্বোধন, দোয়া মাহফিল ও ইফতার মহান আল্লাহ তালার রহমতে আল- মুসাউইর পরিবারের প্রজেক্ট “তিলোত্তমা উদ্বোধন” উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে আমন্ত্রিত সকল অতিথিদের উপস্থিতি এবং অংশগ্রহণে আল -মুসাউইর পরিবার সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে। অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আজ হতে আনুষ্ঠানিকভাবে উদয়ন তিলোত্তমার কর্মকান্ড শুরু হয়েছে। অনুষ্ঠানে আল-মুসাউইর পরিবারের চেয়ারম্যান লেঃ কমাঃ মোসলেম উদ্দিন (অবঃ) এবং উদয়ন সমিতির সভাপতি জনাব শাহ আলম ও সেক্রেটারি জনাব ফজলুর রহমান একসাথে ফিতাকেটে ও মাটিকেটে উদয়ন তিলোত্তমা উদ্বোধন করেন। সর্বোপরি আমাদের ক্ষুদ্র আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আল্লাহ সবার সহায় হোন।
Doa Mahfil & Iftar at Udayan Tilottoma
মহান আল্লাহ তালার রহমতে আল- মুসাউইর পরিবারের প্রজেক্ট “তিলোত্তমা উদ্বোধন” উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে আমন্ত্রিত সকল অতিথিদের উপস্থিতি এবং অংশগ্রহণে আল -মুসাউইর পরিবার সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে। অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আজ হতে আনুষ্ঠানিকভাবে উদয়ন তিলোত্তমার কর্মকান্ড শুরু হয়েছে। অনুষ্ঠানে আল-মুসাউইর পরিবারের চেয়ারম্যান লেঃ কমাঃ মোসলেম উদ্দিন (অবঃ) এবং উদয়ন সমিতির সভাপতি জনাব শাহ আলম ও সেক্রেটারি জনাব ফজলুর রহমান একসাথে ফিতাকেটে ও মাটিকেটে উদয়ন তিলোত্তমা উদ্বোধন করেন। সর্বোপরি আমাদের ক্ষুদ্র আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আল্লাহ সবার সহায় হোন।